সিলেটপোস্টরিপোর্ট: একজন বিশ্বের সাবেক একনম্বর টেনিস সুন্দরী। আরেকজন বিশ্বকাপজয়ী ফুটবলার। একজন সার্বীয় টেনিস সুন্দরী আনা ইভানোভিচ। আরেকজন জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েন্সটেইগার। এ দু’জনের সম্পর্ক কী? খবর হল, দু’জন নাকি গোপনে বিয়ে করেছেন। দু’জনের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। ইতালীয় ওয়েবসাইট লা গাজেত্তার খবর, শোয়েন্সটেইগার ও ইভানোভিচ হীরার আংটি কিনতে সম্প্রতি একটি স্বর্ণালংকারের দোকানে গিয়েছিলেন। খবরে আরও বলা হয়, ইভানোভিচের আঙুলে পরে ওই আংটি শোভা পায়।
বিশ্বের ছয় নম্বর ইভানোভিচকে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের রিপোর্টার প্রশ্ন করেছিলেন বিয়ে নিয়ে। তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান। ইতালীয় ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়া ইভানোভিচের সঙ্গে শোয়েন্সটেইগারের সম্পর্ক নিয়ে পশ্চিমা মিডিয়ায় মুখরোচক সব খবর বেরিয়েছে। ৩০ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা শোয়েন্সটেইগার ইভানোভিচের জন্য তার সাবেক বান্ধবী মডেল সারাহ ব্র্যান্ডনারকে ত্যাগ করেছেন।