সিলেটপোস্টরিপোর্ট: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্থানীয় পত্রিকার সম্পাদককে রড, লাঠি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাকে পেটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাক্তন সংসদ সদস্য শফিকুল ইসলাম চঞ্চলের আস্থাভাজন পান্থাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন ওয়াজ মাহফিল করার জন্য ৯০ টন চাল বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এমন সংবাদের সত্যতা যাচাই করতে মহেশপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্ত বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে যান। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে কয়েক জন যুবক আব্দুর রাজ্জাকের ওপর চড়াও হয় এবং রড, লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
ঘটনার সংবাদ শুনে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। যা এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।