প্রেসবিজ্ঞপ্তি:ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট এ লাল দল সবুজ দলকে ২৩রানে হারিয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সবুজ দলের মিনহাজ আহমদ ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছে একই দলের মাহের আহমদ। একদিনের ওই টুর্ণামেন্টটি রবিবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আমপায়ারের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষক জাহেদ আহমদ। লাল দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করে শাফি, নাঈম, অপু, কানন, রাহী, শামীম, রাসেল, অন্তু, অর্ণব, তাহমিল ও অবি এবং সবুজ দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করে সজিব, রাজিন, রিমন, তাসিন, অর্গ, ইমরান, ফাহি, মিনহাজ, নওশাদ, আবির ও ফাহাদ।
ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল এ ক্রিকেট টুর্ণামেন্ট
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৭, ২০১৫ | ১০:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »