সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

যৌন হয়রানির ঘটনায় শিবিরের নিন্দা

mmmm2সিলেটপোস্টরিপোর্ট:দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের যৌন হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে ছাত্রীদের উপর নারকীয় যৌন নির্যাতনে দেশের মানুষ এখন শঙ্কিত ও বিক্ষুদ্ধ। কিছু ক্ষেত্রে যৌন হয়রানীর মাত্রা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছে যাতে গোটা জাতি বাকরুদ্ধ হয়ে পড়েছে। নেতৃবৃন্দ বলেন, গত ৫ মে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়। এর আগে ৪ মে একই স্কুলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির এক ক্যান্টিন বয়ের দ্বারা যৌন হয়রানির শিকার হয়। তাছাড়া সম্প্রতি পহেলা বৈশাখ উদযাপন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে একই দিনে যৌন হয়রানির শিকার হয়েছে নারীরা। যা জাতিকে হতবাক করে দিয়েছে। এমনকি ভিডিও ফুটেজে অনেক অপরাধীকে সনাক্ত করা হলেও তাদের অজানা কারণে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তারা বলেন, ছাত্রী ও নারীদের যৌন হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। জাতির জন্য আরও লজ্জার বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাক্তকৃত লম্পটদের গ্রেপ্তার না করে পুলিশের আইজি এ ঘটনাকে ‘দুষ্ট ছেলেদের দুষ্টামী’ বলে আখ্যায়িত করেছেন। সরকারও এমন ভয়াবহ বিষয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে পাশ কাটিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক দায়িত্বহীনতা  এমন অপরাধকে সরাসরি উৎসাহ যোগাচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, লম্পটরা ছাত্রী ও নারীদের ইজ্জতের উপর হামলা করবে আর রাষ্ট্রীয় শক্তি পাশকাটিয়ে যাবে তা হতে পারেনা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই উদাসীনতা লম্পটদের সরাসরি সহযোগিতা করার নামান্তর।একদিকে সরকার নারীর অধিকার নিয়ে গলাবাজি করছে, অন্যদিকে নারীনির্যাতন কারীদের বিচারের ক্ষেত্রে তারা নিরব। সরকারের এহেন অনাকাঙ্খিত ভুমিকার কারণ কী জাতি জানতে চায়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.