বিনোদন ডেস্ক : আমির খানের পরবর্তী সিনেমা দঙ্গল এখনো রিলিজ় হয়নি। রিলিজ় তো দূরের কথা, শুটিংও শুরু হয়নি দঙ্গল-এর। কিন্তু ইতিমধ্যেই তার পরের সিনেমার কথা ঘোষণা হয়ে গেছে। শোনা যাচ্ছে, পরের সিনেমাটিতে নাকি এক অ্যালকোহলিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন আমির।
সিনেমাটি পরিচালনা করবেন আমিরের ম্যানেজার আডভাইন্ট চন্দন। বলিউডে এটিই তার প্রথম সিনেমা। স্বাভাবিকভাবেই প্রথম সিনেমায় তিনি আমির খানকেই মূল চরিত্রটি অফার করেছিলেন। আমির নাকি তাকে নিরাশ করেননি। অ্যালকোহলিক ডিভোর্সির চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি।
সিনেমাটি একটি টিনএজ মেয়ের কাহিনি নিয়ে। সে তার মাকে মাদকাসক্ত বাবার হাত থেকে বাঁচায়। অ্যালকোহলিক ডিভোর্সি- এই চরিত্রেই অভিনয় করার কথা রয়েছে আমির খানের। শোনা যাচ্ছে দঙ্গল সিনেমায় না হলেও এই সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় থাকতে পারেন কঙ্গনা। কিন্তু এ ব্যাপারে সঠিক কোনো তথ্য জানা যায়নি।