তিন মেয়েকে হত্যা করা ঘাতক বাবা গ্রেফতার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫, ১২:০৮ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট: কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে তিন শিশু কন্যাকে হত্যার ঘটনায় তাদের বাবা আব্দুল গনিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহরের বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে কক্সবাজারের চকরিয়া থানায় নিয়ে আসা হয়েছে।
আব্দুল গনি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বায়োজিদ বোস্তামী এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এসময় মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। ঘাতক আব্দুল গনি সোমবার সকালে চকরিয়া থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার তিন শিশুকে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১৫ মে ভোর রাতে পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আব্দুল গনি তার তিন শিশু কন্যাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।