সিলেটপোস্টরিপোর্ট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফ নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় অবস্থান নিশ্চিতের মধ্যদিয়ে পরবর্তী রাউন্ডে নাম লেখালো মুম্বাই।
শুরুতে টস জিতে আগে ব্যাট করে সানরাইজার্স। নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় তারা। মালিঙ্গা, জগদিশা সুচিথের ২ উইকেট ও ম্যাক্লিনাঘানের ৩ উইকেট শিকারে এই রানেই আটকে যায় দলটি।
জবাবে খেলতে নেমে লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেলের ব্যাটিং নৈপূণ্যেই জয় পায় মুম্বাই। ১ উইকেট হারিয়ে তারা জয় তুলে নেয় ১৩.৫ ওভারে। সিমন্স ৪৪ বলে ৪৮ রানে বিদায় নিলেও প্যাটেল ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন ম্যাক্লিনাঘান।