সিলেটপোস্ট রিপোর্ট: আইপিএল আট থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হারের পর অনেকটা নিশ্চিত হয় কেকেআরের বিদায়। যেটুকু বাকি ছিল তার আনুষ্ঠানিকতা শেষ হয় সান রাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়াসনসের জয়ের মাধ্যমে।
বেশ কয়েকটি কারণে এবারের আইপিএলে প্লে-অফের আগেই ছিটকে যেতে হয়েছে নাইট রাইডার্সকে। কিছু কৌশলগত ভুল ও ম্যাচভাগ্য কাজ করেছে এর পেছনে।
নারিন জট আইপিএলের শুরুতে পুরো দলের ওপর প্রভাব ফেলেছে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফিরে নারিনের ঘূর্ণি জাদু আর আগে মতো থাকেনি। আইপিএল-৭ এ কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিলো তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব দলে থাকা মানে ব্যাটিংয়ে মিডল অর্ডার শক্তিশালী হওয়া, সেইসাথে কৃপণ চার ওভার বোলিং। সেই সাকিবকেই এবার সাত-আটটা ম্যাচে পায়নি কেকেআর। সে ম্যাচগুলোতে হেরে যায় কেকেআর।
এই আসরে ব্যাটিং নিয়েও অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছে কেকেআর। তাছাড়া গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে চায়না ম্যান ব্র্যাড হগ অথবা পিযুষ চাওলাকে না খেলিয়ে আজহার মেহমুদকে খেলানোর পরীক্ষা তাদের জন্য ফল নিয়ে আসেনি।
এবার ম্যাচের ভাগ্যটাও তাদের পক্ষে ছিল না। বেশ কয়েকটি ম্যাচ জিততে জিততে হেরেছে তারা। তিন তিনটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, যেগুলো অনুষ্ঠিত হয়েছিলো ইডেনে। ওই ম্যাচগুলোতে কলকাতারই জয়ের সম্ভাবনা ছিলো বেশি।