সংবাদ শিরোনাম
মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «   সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা পিপি মুজিব লাঞ্চিত    » «   বাংলাদেশের নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন : এসএমপি কমিশনার রেজাউল করিম  » «  

স্বামী হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন স্ত্রী ফাতেহা মাসরুকা

bn সিলেটপোস্টরিপোর্ট:বয়স চল্লিশোর্ধ্ব। হালকা গড়নের রোগাক্রান্ত নিস্তেজ শরীর। অথচ তিনি একাই নাকি বালিশ চাপা দিয়ে উপর্যুপরি কোপানোর পর গলা কেটে হত্যা করেছেন স্বামীকে।

পুলিশের কাছে এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফাতেহা মাসরুকা (৪০)। স্বামী একাধিক বিয়ে করায় পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যার করেছেন বলে পুলিশকে জানিয়েছেন খুন হওয়া ইব্রাহিম আবু খলিলের প্রথম স্ত্রী ফাতেহা। কিন্তু ফাতেহা একাই স্বামীকে হাত বেধে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করলেও এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। এ হত্যাকাণ্ড আরও এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে খোদ পুলিশ সন্দেহ করছে। .গতকাল (১৮ মে) ভোররাতে সিলেট নগরীর সওদাগরটোলায় (বাসা নং-১) নিজ বাসা থেকে তাবলীগ জামাতের কর্মী ইব্রাহিম আবু খলিলের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার প্রথম স্ত্রী ফাতেহা মাসরুকা ও ছোট ছেলে সাজিদ আবু খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী ফাতেহা মাসরুকা বলেন, স্বামী একাধিক বিয়ে করেছেন। এর মধ্যে তার এক স্ত্রী দিনাজপুরে ও আরেক স্ত্রী গ্রামের বাড়ী সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। ফাতেহার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতে তাবলীগ জামাতের চিল্লায় ছিলেন আবু ইব্রাহিম খলিল। তিনদিন আগে দেশে ফেরার পর তিনি বরিশালে তাবলীগ জামাতে থাকা বড় দুই ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে রোববার (১৭ মে) সিলেটের বাসায় আসেন তিনি। নিজেকে হার্টের রোগী দাবি করে ফাতেহা মাসরুর পুলিশকে জানিয়েছেন, রোববার বাসায় ফেরার পর স্বামীকে গ্রামের বাড়ির ঘরদোর ঠিক করার তাগিদ দেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ কারণে রাগ করে রাতে খাওয়াদাওয়া শেষে আলাদা কক্ষে ঘুমাতে চান তার স্বামী। ভোররাত ৩টার দিকে ফাতেহা শোবার ঘরে ঢুকে ঘুমে থাকা স্বামীর দু’হাত বেধে ফেলেন। এরপর ফল কাটার ছুরি দিয়ে পেটের ডান পাশে উপর্যুপরি কোপাতে থাকেন। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে মুখ চেপে ধরে স্বামীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন তিনি। কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ  বলেন, মরদেহের পেটের ডান দিকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের হাত বাধা ও গলা কাটা ছিলো। আলামত হিসেবে মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, শোবার ঘরের দরজা খোলা ছিলো। তবে বাসার সীমানা প্রাচীরের প্রধান ফটক তালাবদ্ধ ছিলো। ঘটনার সময় ফাতেহা মাসরুরা ও তার ছোট ছেলে ইসরব আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাজিদ আবু খলিল বাসায় ছিলো। তাই সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। ফাতেহা মাসরুরা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল গ্রামের ডা. মফিজ উদ্দিনের মেয়ে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য .গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ফাতেহাকে সিলেট মহানগর মুখ্য হাকিম প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের সামনে হাজির করা হয়। তবে দীর্ঘ তিন ঘণ্টা আদালতে উপস্থিত থাকলেও কিছু আইনি জটিলতার কারণে জবানবন্দি রেকর্ড করা সম্ভব হয়নি। সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় নিহতের ভাগ্নে বাদি হয়ে ফাতেমা মাসরুকাকে একমাত্র আসামি করে মামলা (নং-২) দায়ের করেছেন। .আজ সকালে তাকে আবারও আদালতে হাজির করা হবে, জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.