সংবাদ শিরোনাম
ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কন্ঠশিল্পী পাগল হাসান নিহত  » «   সুনামগঞ্জের জামালগঞ্জে মায়ের সম্পত্তি নিয়ে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহত,আটক-২  » «   দিরাইয়ে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু  » «   পরিবেশ অধিদপ্তরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহবান  » «   সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  » «   ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি’র সভাপতি শেখ লুৎফুর  » «   পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ-সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «   সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি,২ শতাধিক দোকান লন্ডভন্ড  » «   হবিগঞ্জে চাল্যকর ছোবহান হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯  » «   নবীগঞ্জে ৬ বছরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষনকারী আনহারকে আটক   » «   ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে :কাইয়ুম চৌধুরী  » «   বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  » «   সিলেটে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  » «  

স্বামী হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন স্ত্রী ফাতেহা মাসরুকা

bn সিলেটপোস্টরিপোর্ট:বয়স চল্লিশোর্ধ্ব। হালকা গড়নের রোগাক্রান্ত নিস্তেজ শরীর। অথচ তিনি একাই নাকি বালিশ চাপা দিয়ে উপর্যুপরি কোপানোর পর গলা কেটে হত্যা করেছেন স্বামীকে।

পুলিশের কাছে এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফাতেহা মাসরুকা (৪০)। স্বামী একাধিক বিয়ে করায় পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যার করেছেন বলে পুলিশকে জানিয়েছেন খুন হওয়া ইব্রাহিম আবু খলিলের প্রথম স্ত্রী ফাতেহা। কিন্তু ফাতেহা একাই স্বামীকে হাত বেধে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করলেও এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। এ হত্যাকাণ্ড আরও এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে খোদ পুলিশ সন্দেহ করছে। .গতকাল (১৮ মে) ভোররাতে সিলেট নগরীর সওদাগরটোলায় (বাসা নং-১) নিজ বাসা থেকে তাবলীগ জামাতের কর্মী ইব্রাহিম আবু খলিলের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার প্রথম স্ত্রী ফাতেহা মাসরুকা ও ছোট ছেলে সাজিদ আবু খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী ফাতেহা মাসরুকা বলেন, স্বামী একাধিক বিয়ে করেছেন। এর মধ্যে তার এক স্ত্রী দিনাজপুরে ও আরেক স্ত্রী গ্রামের বাড়ী সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। ফাতেহার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতে তাবলীগ জামাতের চিল্লায় ছিলেন আবু ইব্রাহিম খলিল। তিনদিন আগে দেশে ফেরার পর তিনি বরিশালে তাবলীগ জামাতে থাকা বড় দুই ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে রোববার (১৭ মে) সিলেটের বাসায় আসেন তিনি। নিজেকে হার্টের রোগী দাবি করে ফাতেহা মাসরুর পুলিশকে জানিয়েছেন, রোববার বাসায় ফেরার পর স্বামীকে গ্রামের বাড়ির ঘরদোর ঠিক করার তাগিদ দেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ কারণে রাগ করে রাতে খাওয়াদাওয়া শেষে আলাদা কক্ষে ঘুমাতে চান তার স্বামী। ভোররাত ৩টার দিকে ফাতেহা শোবার ঘরে ঢুকে ঘুমে থাকা স্বামীর দু’হাত বেধে ফেলেন। এরপর ফল কাটার ছুরি দিয়ে পেটের ডান পাশে উপর্যুপরি কোপাতে থাকেন। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে মুখ চেপে ধরে স্বামীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন তিনি। কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ  বলেন, মরদেহের পেটের ডান দিকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের হাত বাধা ও গলা কাটা ছিলো। আলামত হিসেবে মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, শোবার ঘরের দরজা খোলা ছিলো। তবে বাসার সীমানা প্রাচীরের প্রধান ফটক তালাবদ্ধ ছিলো। ঘটনার সময় ফাতেহা মাসরুরা ও তার ছোট ছেলে ইসরব আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাজিদ আবু খলিল বাসায় ছিলো। তাই সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। ফাতেহা মাসরুরা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল গ্রামের ডা. মফিজ উদ্দিনের মেয়ে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য .গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ফাতেহাকে সিলেট মহানগর মুখ্য হাকিম প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের সামনে হাজির করা হয়। তবে দীর্ঘ তিন ঘণ্টা আদালতে উপস্থিত থাকলেও কিছু আইনি জটিলতার কারণে জবানবন্দি রেকর্ড করা সম্ভব হয়নি। সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় নিহতের ভাগ্নে বাদি হয়ে ফাতেমা মাসরুকাকে একমাত্র আসামি করে মামলা (নং-২) দায়ের করেছেন। .আজ সকালে তাকে আবারও আদালতে হাজির করা হবে, জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.