সংবাদ শিরোনাম
সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা  » «   শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «  

বাঘায় লিচুর বম্পান ফলনঃ দাম বেশি বাজারে উঠতে শুরু করেছে

0086সিলেটপোস্ট রিপোর্ট :  বাঘা উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন হাট-বাজারে মৌসুমী ফল লিচু উঠতে শুরু করেছে। উপজেলার আড়ানী, বাঘা, বাউসা, পাকুড়িয়া, গড়গড়ি, রুস্তমপুর, চন্ডিপুর, মনিগ্রামসহ বিভিন্ন বাজারে লিচু আমদানী হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসছে মৌসুমী ফল লিচু। লিচু বাজারে আসলেও দাম অনেক বেশি। সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ১০০ লিচু ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লিচু ব্যবসায়ী আবদুল সামাদ জানান, এলাকায় উৎপাদন কম, এছাড়া লেবার খরচ বেশি, তাই দামটাও একটু বেশি। পুরোপুরি লিচু গাছ থেকে নামানো শুরু হয়নি। এছাড়া বৃষ্টি হলে দাম কিছুটা কমে যাবে। উল্লেখ্য সময় মতো বৃষ্টি হলেও কয়েক দফা শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লিচুর গুটি ঝড়ে পড়ে। তবে মুকল আসার পরপর কিছু বৃষ্টি হওয়ায় গুটি আটকিয়েও যায়। কিন্তু গুটি বড় হওয়ার পরেও কিছু ঝরে যায়। তারপরও বাম্পার ফলন হয়েছে। মুকুল আসার আগে থেকে সেচ দেয়া, কীটনাশক ¯েপ্র করা, বাগানে পরিচর্যা করে চাষীরা। তকিনগর আইডিয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, ৭১ শতাংশ জমির উপর ১০ থেকে ১২ বছর আগে ৩২টি লিচু গাছ রোপন করা হয়। ওই বাগানের প্রায় গাছে লিচু এসেছে। অনেক কষ্ট করে ¯েপ্র করে গুটি ঝরা থেকে রক্ষা করা হয়। ফলনও ভাল হয়েছে। এবছর বিক্রি করা হয়েছে দেড় লক্ষ টাকা। লিচু চাষী সেকেন্দার রহমান জানান, দেড় বিঘা জমিতে ২০টি লিছু গাছ আছে। কিন্তু প্রায় ১৫ দিন থেকে গুটি কালো হয়ে ঝড়ে যাচ্ছে। ওই গুটি ঝরা থেকে রক্ষা করা যাচ্ছেনা। গুটি ঝরার কারণও সটিকভাবে নির্নয় করতে পারছিনা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৭ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম জানান, অতিতাপমাত্রার কারনে বোটা শুকিয়ে ঝরতে পারে। চাষীদের সময় মতো পরিচর্যার পরামর্শ দেয়া হচ্ছে। তবে উৎপাদন কম হওয়ায় তুলনামূলক দাম বেশি। তবে বাম্পার ফলন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.