সংবাদ শিরোনাম
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  » «   আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই-অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ  » «   কুলাউড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-২  » «   আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি -খন্দকার মুক্তাদির  » «   ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী  » «   গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «  

বাঘায় লিচুর বম্পান ফলনঃ দাম বেশি বাজারে উঠতে শুরু করেছে

0086সিলেটপোস্ট রিপোর্ট :  বাঘা উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন হাট-বাজারে মৌসুমী ফল লিচু উঠতে শুরু করেছে। উপজেলার আড়ানী, বাঘা, বাউসা, পাকুড়িয়া, গড়গড়ি, রুস্তমপুর, চন্ডিপুর, মনিগ্রামসহ বিভিন্ন বাজারে লিচু আমদানী হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসছে মৌসুমী ফল লিচু। লিচু বাজারে আসলেও দাম অনেক বেশি। সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ১০০ লিচু ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লিচু ব্যবসায়ী আবদুল সামাদ জানান, এলাকায় উৎপাদন কম, এছাড়া লেবার খরচ বেশি, তাই দামটাও একটু বেশি। পুরোপুরি লিচু গাছ থেকে নামানো শুরু হয়নি। এছাড়া বৃষ্টি হলে দাম কিছুটা কমে যাবে। উল্লেখ্য সময় মতো বৃষ্টি হলেও কয়েক দফা শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লিচুর গুটি ঝড়ে পড়ে। তবে মুকল আসার পরপর কিছু বৃষ্টি হওয়ায় গুটি আটকিয়েও যায়। কিন্তু গুটি বড় হওয়ার পরেও কিছু ঝরে যায়। তারপরও বাম্পার ফলন হয়েছে। মুকুল আসার আগে থেকে সেচ দেয়া, কীটনাশক ¯েপ্র করা, বাগানে পরিচর্যা করে চাষীরা। তকিনগর আইডিয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, ৭১ শতাংশ জমির উপর ১০ থেকে ১২ বছর আগে ৩২টি লিচু গাছ রোপন করা হয়। ওই বাগানের প্রায় গাছে লিচু এসেছে। অনেক কষ্ট করে ¯েপ্র করে গুটি ঝরা থেকে রক্ষা করা হয়। ফলনও ভাল হয়েছে। এবছর বিক্রি করা হয়েছে দেড় লক্ষ টাকা। লিচু চাষী সেকেন্দার রহমান জানান, দেড় বিঘা জমিতে ২০টি লিছু গাছ আছে। কিন্তু প্রায় ১৫ দিন থেকে গুটি কালো হয়ে ঝড়ে যাচ্ছে। ওই গুটি ঝরা থেকে রক্ষা করা যাচ্ছেনা। গুটি ঝরার কারণও সটিকভাবে নির্নয় করতে পারছিনা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৭ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম জানান, অতিতাপমাত্রার কারনে বোটা শুকিয়ে ঝরতে পারে। চাষীদের সময় মতো পরিচর্যার পরামর্শ দেয়া হচ্ছে। তবে উৎপাদন কম হওয়ায় তুলনামূলক দাম বেশি। তবে বাম্পার ফলন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.