সিলেটপোস্ট রিপোর্ট : রাজধানীর হাজারীবাগ থানাধীন গজমহল এলাকার একটি বাসা থেকে স্ত্রীর গলকাটা আর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ মেঝে থেকে আর স্বামী লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।তাদের নাম রাসেল (২৫) ও ইফাতআরা (১৯)।
ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার এসআই ভজন বিশ্বাস রাইজিংবিডিকে জানান, গজমহল এলাকার ৪৭ নম্বর বাড়িটির তিনতলা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই বাসার ভেতরে প্রবেশ করে দেখা যায়, স্ত্রীর লাশ মেঝেতে পড়ে রয়েছে, আর স্বামীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে।
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এর সঙ্গে বাইরের কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পড়ে জানানো হবে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষ হলে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।