সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «   সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «  

সুরমা মার্কেট এলাকায় অপহরণের ঘটনায় আটক ৩

500সিলেটপোস্টরিপোর্ট:নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে অপহরণকালে ৩ জনকে আটক করেছে পুলির্শ আজ দুপুর ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক হাসনাত হোসেন (২৪), পিতা আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলার ঘুরদেউ, সে বতর্মানে নগরীর শাহী ঈদগাহ ৩১ নং বাসার বাসিন্দা। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, নগরীর সুরমা মার্কেট এলাকায় দুপুর দেড়টার দিকে মাইক্রোবাস যোগ দু’জন অপহরণকারী হাসনাত হোসেন (২৪) নামের এক যুবকে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করে। এসময় যুবকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অপহরণীকারী জনতার হাতে ধরা পরে। মাইক্রোবাসের নাম্বার সিলেট-চ-১১-০৫৮১।আটককৃতরা হলেন- আয়াফাত খান (২৫)। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার গবিনপাটিত এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে। অপরজন হলেন- মীর মো. খায়রুল ইসলাম তুহিন (২৭)। সে বালাগঞ্জ উপজেলার বশির পুর গ্রামের মীরবাড়ির বাসিন্দা মীর মোহাম্মদের ছেলে। জানা গেছে, আয়াফাত খান ও মীর মো. খায়রুল মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে মৌলভীবাজার যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করেন। পরে তারা মৌলভীবাজারে উদ্দেশ্যে যাত্রাও করে। এক পর্যায়ে সুরমা মার্কেটের সামনে গিয়ে তারা ওই মাইক্রোবাসের চালক আব্দুল কাদিরকে গাড়ি থামানোর জন্য বলে। পরে চালককে গাড়িতে রেখে তারা সুরমা মার্কেটে যান। সেখান থেকে আবুল হাসনাত কবি নামের এক পাথর ব্যবসায়ীকে অপহরণ করা চেষ্টা করেন তার। পরে জনতা তাদের ধাওয়া দিলে মাকের্টের সামনে রাখা মাইক্রোবাসে উঠে পড়েন। তখন সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কোম্পানীগঞ্জ উপজেলার ঘুরদেউ গ্রামের বাসিন্দা আবুল হাসনাতের ছোট ভাই আবুল বরাকাত জানান, তার ভাই পাথর ব্যবসা করেন। তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকায় বাসা ভাড়া করে থাকেন। তিনি দুপুরে সুরমা মাকের্টে ব্যক্তিগত কাজে আসলে খায়রুল ও আয়াফাত নামের দুই যুবক তাকে নিয়ে যেতে চায়। পরে জনতা তকে উদ্ধার করে।তিনি আরো বলেন, নগরীর চন্দনটুলা এলাকার বাসিন্দা আলমঙ্গীর নামের এক ব্যক্তি তার ভাইয়ের কাছে ৮০ হাজার টাকা পান। আলমঙ্গীর তাই ভাইকে অপহরণ করতে পারেন বলে ধারণা করছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীদের ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে গেছে বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.