সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সুরমা মার্কেট এলাকায় অপহরণের ঘটনায় আটক ৩

500সিলেটপোস্টরিপোর্ট:নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে অপহরণকালে ৩ জনকে আটক করেছে পুলির্শ আজ দুপুর ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক হাসনাত হোসেন (২৪), পিতা আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলার ঘুরদেউ, সে বতর্মানে নগরীর শাহী ঈদগাহ ৩১ নং বাসার বাসিন্দা। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, নগরীর সুরমা মার্কেট এলাকায় দুপুর দেড়টার দিকে মাইক্রোবাস যোগ দু’জন অপহরণকারী হাসনাত হোসেন (২৪) নামের এক যুবকে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করে। এসময় যুবকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অপহরণীকারী জনতার হাতে ধরা পরে। মাইক্রোবাসের নাম্বার সিলেট-চ-১১-০৫৮১।আটককৃতরা হলেন- আয়াফাত খান (২৫)। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার গবিনপাটিত এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে। অপরজন হলেন- মীর মো. খায়রুল ইসলাম তুহিন (২৭)। সে বালাগঞ্জ উপজেলার বশির পুর গ্রামের মীরবাড়ির বাসিন্দা মীর মোহাম্মদের ছেলে। জানা গেছে, আয়াফাত খান ও মীর মো. খায়রুল মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে মৌলভীবাজার যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করেন। পরে তারা মৌলভীবাজারে উদ্দেশ্যে যাত্রাও করে। এক পর্যায়ে সুরমা মার্কেটের সামনে গিয়ে তারা ওই মাইক্রোবাসের চালক আব্দুল কাদিরকে গাড়ি থামানোর জন্য বলে। পরে চালককে গাড়িতে রেখে তারা সুরমা মার্কেটে যান। সেখান থেকে আবুল হাসনাত কবি নামের এক পাথর ব্যবসায়ীকে অপহরণ করা চেষ্টা করেন তার। পরে জনতা তাদের ধাওয়া দিলে মাকের্টের সামনে রাখা মাইক্রোবাসে উঠে পড়েন। তখন সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কোম্পানীগঞ্জ উপজেলার ঘুরদেউ গ্রামের বাসিন্দা আবুল হাসনাতের ছোট ভাই আবুল বরাকাত জানান, তার ভাই পাথর ব্যবসা করেন। তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকায় বাসা ভাড়া করে থাকেন। তিনি দুপুরে সুরমা মাকের্টে ব্যক্তিগত কাজে আসলে খায়রুল ও আয়াফাত নামের দুই যুবক তাকে নিয়ে যেতে চায়। পরে জনতা তকে উদ্ধার করে।তিনি আরো বলেন, নগরীর চন্দনটুলা এলাকার বাসিন্দা আলমঙ্গীর নামের এক ব্যক্তি তার ভাইয়ের কাছে ৮০ হাজার টাকা পান। আলমঙ্গীর তাই ভাইকে অপহরণ করতে পারেন বলে ধারণা করছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীদের ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে গেছে বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.