সিলেটপোস্টরিপোর্ট:আইন পেশায় বিশেষ অবদান রাখার জন্য মহাত্মাগান্ধী পুরস্কার পেয়েছেন সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। সোমবার (১৮ মে) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ স্বপ্ন কুঁড়ি ফাউন্ডেশন ‘শিশু শ্রম বন্ধ করতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দেশের মোট ১৯ জনকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষা সৈনিক রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার টিমুলনী খান রিনু।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডিলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিশেষ অতিথি হিসেবে সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আরা আহসান, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন শেখ হেলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিক আহমদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মো. শাহাদত হোসেন তয়েল, সিলেট জেলা বারের আইনজীবী আলাউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি