সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর সওদাগরটুলায় তাবলীগ জামায়াতের কর্মী ইব্রাহিম খলিলকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা। মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, ফাতেহা মাশরুকা নিজে ইব্রাহিম খলিলকে খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্ধের জেরেই এই হত্যাকান্ড বলেও আদালতে জানিয়েছেন ফাতেহা।আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ফাতেহা মাশরুকা আরো জানান, তার স্বামী ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন। তার এক স্ত্রী দিনাজপুরে এবং আরেকজন গ্রামের বাড়ি সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো।উলেখ্য, সোমবার সকালে নগরীর সওদাগরটুলার নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা কাটা এবং পেটে ছুরির আঘাত ছিল।ইব্রাহিম খলিল তাবলীগ জামায়াতের সাথে যুক্ত ছিলেন। সোমবার খুন হওয়ার দুই দিন আগেও তিনি ভারত থেকে তাবলীগ শেষ করে দেশে ফিরেন।
স্বামী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা মাশরুকা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৯, ২০১৫ | ৬:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »