সিলেটপোস্ট রিপোর্ট : পাঁচ বছরের সম্পর্ক৷ আচমকাই তাতে ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ কেন, কী কারণ, কোনও কিছু নিয়েই মুখ খোলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা তাঁর ডাকসাইটে মডেল বান্ধবী ইরিনা শায়েক৷ অবশেষে মুখ খুলেই ফেললেন ইরিনা৷ বলে দিলেন, রোনাল্ডো তাঁকে বরাবর ঠকিয়ে গিয়েছে৷ আর সেটা তিনি বুঝতেও পারেননি৷
পাঁচ বছর একসঙ্গে কাটানোর পর ইরিনা-রোনাল্ডোর সম্পর্কে ছেদের কথা জানুয়ারিতে প্রকাশ্যে চলে আসে৷ তাঁর কারণ হিসাবে ইরিনা যা বলছেন, তা হয়তো খুব মিথ্যা নয়৷ তাঁর মতে, রোনাল্ডো সব মেয়েদের সঙ্গেই ফ্লার্ট করতে ভালবাসেন৷ এবং গোপনে তাঁদের সঙ্গে কথাও বলেন৷ সেই কথা জানার পরেই ইরিনা চরম সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি৷
সম্পর্কে ছেদের পর কারওর জীবনই অবশ্য থেমে থাকেনি৷ রোনাল্ডোর প্রাক্তন বান্ধবী এখন হলিউডের তারকা অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে ডেট করছেন৷ রোনাল্ডো প্রসঙ্গ টেনে এনে নিজেই ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন, আমি সত্যিটা জেনে গিয়েছিলাম৷ রোনাল্ডো আমাকে ঠকিয়েছে৷ ওর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেও রোনাল্ডোকে নিয়ে অনেক কথা শুনেছিলাম৷ ওর না কি বিভিন্ন্ মেয়েদের সঙ্গে সম্পর্ক আছে৷ এরপরও ওকে বিশ্বাস করেছি আমি৷ সেটা যে জীবনের অন্যতম সেরা ভুল, মেনে নিচিছ আমি৷
কী ভাবে বুঝলেন রোনাল্ডোর এমন নারীসঙ্গের কথা? রিপোর্টে জানানো হয়েছে, মাদ্রিদে এক পার্টিতে রোনাল্ডোর ফোনে একটি অজানা নম্বার থেকে ফোন আসে৷ সেটার দেখার পর ইরিনা নাম্বারটিতে হোয়াটস অ্যাপ করেন৷ পরে বুঝতে পারেন যে কলুম্বিয়া, ফ্রান্স, ব্রাজিলসহ বিভিন্ন্ দেশের মেয়েদের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক রয়েছে৷ এখানেই শেষ নয়৷ ইরিনা এরপর রোনাল্ডোকে গোটা ঘটনাটা বললে, তিনি এমন অজুহাত দেন যে ইরিনার সেটা বিশ্বাস হয়নি৷ খবর অনুযায়ী, গোটা বিষয়টাই না কি অস্বীকার করেছিলেন রোনাল্ডো৷ রিপোর্ট অনুযায়ী তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যান ইরিনা৷ দুই তারকার সম্পর্ক শেষ ওখানেই৷