শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির আয়োজনে জনপ্রিয় চলচ্চিত্রকার শুভাষীশ রায় পরিচালিত ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে। মনোজ কুমার ও পিয়া বিপাশা অভিনিত চলচ্চিত্রটির আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে তিনটি প্রদর্শনী করা হয়। প্রথম প্রদর্শনী বিকেল ৩টায়, দ্বিতীয় প্রদর্শনী বিকেল সাড়ে ৪টায় ও তৃতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্টিত হয়।
‘কাটুস কুটুস’ চরচ্চিত্র প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে চোখ ফিল্ম সোসাইটির সাধারন সম্পাদক শেখ আজমির হোসাইন বলেন, কাটুস কুটুস চলচ্চিত্র প্রর্দশনে শিক্ষার্থীদের কাছ থেকে ভালই সাড়া পাওযা গেছে। আমাদের নির্ধারিত সব টিকিট বিক্রি হয়ে গেছে।
উল্লেখ্য, সরা দেশে প্রদর্শীত ‘একমাত্রা ইন্টির্পার’ প্রযোজিত চলচ্চিত্রটির সকল লাভ্যাংশ বঞ্চিত পথ শিশুদের সাহায্যে খরচ হবে বলে জানান চোখ ফিল্ম সোসাইটির সাধারন সম্পাদক শেখ আজমির হোসাইন।