সিলেটপোস্ট রিপোর্ট: নাশকতার দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন চেম্বার আদালত স্থগিত না করায় তার মুক্তি পেতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। হাইকোর্টের একটি বেঞ্চ গত ৬ মে দুই মামলায় শমসের মবিনকে অন্তবর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে গত ১৮ মে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। শমসের মবিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
আদেশের পর মাসুদ রানা সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে শমসের মবিনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে এবং তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় গত ২৪ ডিসেম্বর চকবাজার থানায় এবং ওই সংঘর্ষের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় শমসের মবিন চৌধুরীকে এই জামিন দেন হাইকোর্ট। চলতি বছরের ৮ জানুয়ারি শমসের মবিন গ্রেপ্তার হন।