সিলেটপোস্ট রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। বুধবার সকাল ৮টায় কাশিমপুর কারাগার থেকে শুনানির জন্য তাকে আদালতে আনা হয়। সিএমএম আদালতের হাজখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার পরে তার শুনানি অনুষ্ঠিত হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের শুনানি হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার তিনটি মামলার জামিন আবেদনের শুনানির জন্য বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে।
গত রবিবার মামলার জামিনের জন্য আবেদন করেন ফখরুলের আইনজীবী। ওই আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ৭৬টি মামলা হয়েছে। পল্টন থানার ওই তিনটি মামলায়ই তিনি এজাহারভুক্ত আসামি।