সিলেট পোষ্ট রিপোর্ট : বর্তমান চলচ্চিত্রের এক নম্বর নায়ক শাকিব খান বলেছেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ, গ্যাসজনিত কারণে যতটুকু অসুস্থ হয়েছিলাম ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর সেই অসুস্থতা দূর হয়ে গেছে। অতএব সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার কোন কারণ নেই। শাকিব খান গতকাল মুঠোফোনে মানবজমিনের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন। তিনি বলেন, আমি দুই বছর পরপর একবার সিঙ্গাপুর যাই চেকআপ করানোর জন্য। এবারও যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী শিডিউলও রেখেছিলাম। কিন্তু যাচ্ছি না। কারণ সিঙ্গাপুর যাওয়ার মতো সমস্যা আমার নেই। শাকিব খান বলেন, কয়েক দিন আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির শুটিংয়ে পেটে ব্যথা অনুভব করলে আমি ল্যাবএইডে যাই। সেখানে কিছু টেস্ট করানোর পর ডাক্তার কয়েকটি অ্যান্টিবায়োটিক দিয়ে বললেন, এতে সমস্যা দূর হয়ে যাবে এবং আল্লাহর রহমতে গেছেও। আমি শাহিন সুমনের ‘লাভ ম্যারেজ’ ছবির অর্ধেকের বেশি ডাবিং করে দিয়েছি। বাকিটাও করে দেবো। তা ছাড়া পরিচালক এস এ হক অলিফ আমেরিকা থেকে দেশে ফেরার পর এ ছবির একটা গান বাকি আছে সেটা করে দেবো। শাকিব খান বলেন, আমার অভিনীত দুটি ছবি ‘লাভ ম্যারেজ’ এবং ‘আরও ভালো বাসবো তোমায়’ আসন্ন ঈদে মুক্তি পাবে। এ নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমাকে নিয়েও কারও তেমন চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মহান আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভাল আছি এবং আগামী ৩০শে মে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘সম্রাট’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি। শাকিব খান বলেন, আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। মহান আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন, নির্মাতা ও ব্যবসায়ীরা যতদিন আমার ওপর বিশ্বাস রাখবেন এবং আমার ভক্ত-দর্শকরা যতদিন ভাল বাসবেন, ততদিন আমি মনপ্রাণ ঢেলে চলচ্চিত্রের জন্য কাজ করে যাবো।
‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২১, ২০১৫ | ১২:২৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »