সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

রাজস্থানের বিদায়, কোয়ালিফায়ারে বেঙ্গালুরু

26ক্রীড়া ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স ও মান্দিপ সিংয়ের ফিফটি আর বোলারদের নৈপুণ্যে আইপিএলের এলিমিনেটরে সহজ জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়েলসের বিপক্ষে ৭১ রানের বিশাল জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।বুধবার রাতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেঙ্গালুরুর দেওয়া ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় রাজস্থান। সেই সঙ্গে আসর থেকে বিদায়ও নেয় তারা।

 

আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু। সে ম্যাচে জয়ী দল আগামী ২৪ মে কলকাতার ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলবে।

 

বড় লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানের মধ্যেই শেন ওয়াটসন ও সঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। দলীয় ৫৫ রানে স্টিভেন স্মিথও বিদায় নিলে বিপদে পড়ে তারা। ১২.২ ওভার শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৯ রান।

 

ওপেনার অজিঙ্কা রাহানে একপ্রান্ত আগলে রেখে দলকে কিছুটা এগিয়ে নিয়ে গেলেও দলীয় ৮৭ রানে ব্যক্তিগত ৪২ রানে ফেরেন তিনি। পরের ব্যাটসম্যানরা দ্রুত বিদায় নিলে ১৯ ওভারে ১০৯ রানেই ইনিংস গুটিয়ে যায় রাজস্থানের। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে হার্শাল প্যাটেল, শ্রীনাথ অরবিন্দ, ডেভিড ওয়েইজ ও জুবেন্দ্র চাহাল নেন ২টি করে উইকেট।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮০ রানের বড় স্কোর গড়ে বেঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ডি ভিলিয়ার্স। ৩৮ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা হাঁকান এই প্রোটিয়া ব্যাটসম্যান।

 

দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন মান্দিপ সিং। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলের ইনিংসটি সাজান এই ডানহাতি। দলীয় ৪৬ রানের মধ্যে ক্রিস গেইল (২৭) ও কোহলির (১২) বিদায়ের পর ১১৩ রানের বিশাল জুটিও গড়েন ডি ভিলিয়ার্স-মান্দিপ। ম্যাচসেরার পুরস্কার জেতেন ডি ভিলিয়ার্স।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.