সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সালাহউদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়েছে : উন্নত চিকিৎসার জন্য নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

333_3_2সিলেট পোষ্ট রিপোর্ট :  বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ সেন্টারে (নেগ্রিমস) স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ওই হাসপাতালে পাঠানো হয়।
এর আগে ১১ মে গ্রেফতারের পর ১২ মে থেকে বিএনপির এই নেতা শিলং সিভিল হাসপাতালে চিকিৎসক জি কে গোস্বামীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে তিনি জানান, সিটিস্ক্যানে সালাহ উদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়েছে। তাঁর আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাঁর কিডনি চিকিৎসার জন্য আর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার দরকার। এ সুবিধাগুলো সিভিল হাসপাতালে নেই। এ জন্য আজ দুপুরে তাঁকে নেগ্রিমসে (ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্দিরা গান্ধী হেলথ ও মেডিকেল সায়েন্স) পাঠানোর সুপারিশ করা হয়েছে।
তার ওই সুপারিশের পর বিকালেই নেগ্রিমস হাসপাতালে স্থাপনান্তর করা হয়।
তবে সালাহউদ্দিনের পরিবারের পক্ষ থেকে তাকে ভারতের বাইরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করা হচ্ছে খবরে বের হয়েছে।
এদিকে সালাহ উদ্দিন আহমেদের জন্য শিলংয়ে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। রাজ্য হাইকোর্টের সিনিয়র আইনজীবী এসপি মহন্ত তার পক্ষে অবৈধ অনুপ্রবেশের মামলায় লড়বেন বলে জানা গেছে।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বুধবার সকালে মহন্তের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে সিঙ্গাপুরে নিতে সালাহ উদ্দিনের স্ত্রী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর চেষ্টা করছেন। তবে অবৈধ অনুপ্রবেশের মামলা থাকায় খুব শিগগিরই সালাহ উদ্দিনের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত অসুস্থতার কারণে সালাহ উদ্দিনকে দেশটির আদালতে হাজির করা হয়নি।
দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিন গত ১১ মে শিলংয়ে উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশের কাছে আটক হন। তবে সালাহ উদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।
গত ১০ মার্চ থেকে নিখোঁজ ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.