সিলেট পোষ্ট রিপোর্ট : নগরীর মিরসরাইয়ে রেজাউল করিম (৩৭) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে গেছে। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম আহত হয়েছেন।
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জোরারগজ্ঞ থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক বিপুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল বলেন, রেজাউলের বিরুদ্ধে একটি মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই রেজাউলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে থানার উপ পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তারের পর আসামি রেজাউলকে থানায় আনার উদ্দেশ্যে তার হাতে হ্যান্ডকাপ পরানো হলে পরিবারের অপর সদস্য ও স্থানীয়রা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা চালায়। স্থানীয়দের সাথে কথা কাটাকাটির সময় উপ পরিদর্শক শাহ আলমকে আহত করে হ্যান্ডকাপ পড়া অবস্থায় আসামি রেজাউল পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পরে রেজাউলকে পুনরায় গ্রেপ্তারের উদ্দেশ্যে আসামির মা ও এক মামাসহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সাদেক জানান, পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি রেজাউলকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে পলাতক আসামি রেজাউল দ্রুত থানায় আত্মসমপর্ণ করলে আটককৃতদের ছেড়ে দেয়া হবে।