সিলেট পোষ্ট রিপোর্ট : আগ থেকেই ঠিক করা ছিল বৃহস্পতিবার বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন দলটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার জাবি হার্নান্দেজ। বৃহস্পতিবার সকালে সেটিকে বাস্তবে রূপ দিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ন্যু-ক্যাম্প ছেড়ে আগামী মৌসুমে কাতারের ক্লাব আল সাদে যোগ দেয়ার বাসনা প্রকাশ করেন তিনি।
মাত্র ১১ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেয়ার পর থেকে দীর্ঘ প্রায় ২ যুগ ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনা সিনিয়র দলের হয়ে অভিষেক হওয়ার পর থেকে কাতালান ক্লাবটির হয়ে রেকর্ড ৭৫০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে অধিকাংশ ম্যাচেই মাঠ মাতিয়েছেন জাভি হার্নান্দেজ। তবে অর্ধেকের বেশি ম্যাচে সেরা একাদশে জায়গা পাননি তিনি। বদলি খেলোয়াড় হিসেবেই তাকে মাঠে নামতে দেখা যায়। ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমি চলতি মৌসুমে শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিচ্ছি। এটিই চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও এই সিদ্ধান্তটি নেয়া অনেক কঠিন ছিল।’
বার্সেলোনা জাভিকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। ক্লাব ছাড়ার এটাই সেরা সময় বলে মনে করেন তিনি।
জাভি বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। তবে আমি আমারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি মনে কর, ন্যু-ক্যাম্প ছাড়ার এটাই সেরা সময়।’
কাতারের ক্লাব আস সাদের হয়ে খেলার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন এই কাতালান মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমি আস সাদের হয়ে খেলবো, এটি আমার জন্য রোমাঞ্চর প্রস্তাব ও সুযোগ। ক্লাবটির সঙ্গে আমার দুই বছরের চুক্তি হয়েছে। তবে এটিকে তৃতীয় বছরে উন্নীত করা সম্ভব।’