সিলেট পোষ্ট রিপোর্ট:প্রস্তাবিত বেতনস্কেলে টাইমস্কেল এবং সিলেকশন গ্রেড বহাল, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষকপদে বন্ধ করে শতভাগ বিভাগীয় পদন্নতির সুযোগ প্রদান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা ২য় শ্রেণিতে উন্নীত করন, মাসিক সমন্বয় সভা উপজেলা ও জেলা শিক্ষা কমিটি সহ যাবতীয় কমিটিতে সহকারী শিক্ষক প্রতিনিধি রাখা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে পোষ্য কোটা ২৫% নির্ধারণ করা, চিকিৎসা বিমা শিক্ষক পরিবারের জন্য চিকিৎসা কার্ডের ব্যবস্থা করা, বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি ঢাকা মহানগরীতে ৭.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট এবং ঢাকা মহানগরীর বাহিরে আগমনের সময় সকাল ১০টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে, শিক্ষকদের অর্জিত ছুটির বিধান প্রনয়ন করা, শিক্ষদের সন্তানদের শিক্ষা ভাতার পরিমান যুক্তিসংগত বৃদ্ধি করা, সকল মহানগরীতে চাকুরীগত প্রাথমিক শিক্ষকদের পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা আসন উপরক্ত ১১ দফা দাবি বাস্তবায়নে সংগঠনের ঐক্যবদ্ধ সহ সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও স্বারকলিপি অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব হাফছা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখন সিলেট জেলা শাখার আহবায়ক অজিত পাল, যুগ্ম আহবাক বোরহান উদ্দিন, জামাল উদ্দিন, নিজাম উদ্দিন, আজাদ মিয়া, সঞ্জয় দাস, শাহ ইসমাইল আলী, সঞ্জিব দাস, সোহেল আহমদ, লাল মোহন দাস নান্টু, প্রানেশ দাস, নিহার রঞ্জন বর্ধণ, সংন্টু কান্ত দে, আশিকুর রহমান, আরিফুর রহমান, আরিফ রব্বানী, কবির আহমদ, রজত বিশ্বাস, বাবলু রঞ্জন দাস, সুদাংস চক্রবর্তী, রুহুল আমীন, মনজ দাস, হেপী রানী দাস, হাবিব আহমদ চৌধুরী, মতিলাল দাস গুপ্ত, দিপংকর দাস, শাহবুদ্দিন শাহিন, বিমল দাস, লক্ষী রানী পাল, রহিমা বেগম, শংকরী রানী দাস, সুজিত দেব, কালা চান, রুপালি রানী দাস, পপি রায় চেধুরী, এখলাছ মিয়া, জেসমীন বেগম, তসলিম উদ্দিন শিকদার, নুরুল ইসলাম, তাজুল ইসলাম, মিজানুর রহমান, জামাল উদ্দিন, খাদিজা খাতুন, জুয়েল আহমদ, ইউসুফ আহমদ, হালিমা আক্তার, আদরী রানী দাস, সাবিহা আক্তার, জামিলা কাওকাবা রহমান প্রমুখ।