সিলেটপোষ্টরিপোর্ট: সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে নিয়ে নেতিবাচক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। আজ বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার বিভিন্ন এজেন্সি এবং নিজেদের লোক দিয়ে ঘটনা ঘটিয়ে তার দায় চাপাচ্ছে বিএনপির ওপর। এর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।বিএনপির গঠনতন্ত্রে চেয়ারপারসনকে যে মতা দেওয়া হয়েছে, সেই মতা বলে দলের সহ-সাংগনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনীত করা হয়েছে। এই নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। বিএনপি কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, দলের গঠনতন্ত্রের মতাবলে পদ, পদবী দিয়ে থাকে। বেগম খালেদা জিয়াকে কেউই কোনো ভাবে ভায়েস্ট করতে পারবে তা ভাবাটাও অবান্তর।বড় দলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে জানিয়ে সেলিমা রহমান বলেন, এটাকে আত্মসমালোচনা বলতে পারেন। কারো যদি বিএনপির সাংগঠনিক কাঠামো সম্পর্কে কোনো কিছু জানা ও বলার থাকে তাহলে সেটি দলের মুখপাত্র এবং সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন।তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিকভাবে আপোষহীন হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।এছাড়া, সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন সেলিনা রহমান।
বিএনপিকে নিয়ে নেতিবাচক অপপ্রচার চালাচ্ছে – সেলিমা রহমান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২১, ২০১৫ | ১১:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »