বিনোদন ডেস্ক : সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ব্ল্যাকমানি’ ছবিটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে।
২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিলো প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলালো প্রযোজনা প্রতিষ্ঠানটি। ৭ আগস্ট ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘২ জুন শবেবরাত।
এরপর বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলা। এমনিতেই খেলার প্রতি আমাদের দেশের মানুষের অন্যরকম একটি ভালোবাসা রয়েছে। দর্শক এমনিতেই হলে ছবি দেখতে যায় না। এরপর আবার রোজার ঈদ। সেসময় কোন ছবি মুক্তি দেওয়া হয়না। তাই আমরা ৭ই আগস্ট ছবিটি মুক্তির সময় নির্ধারণ করেছি।’
ছবিতে সায়মন সাদিক, কেয়া ও মৌসুমী হামিদ ছাড়াও মিশা সওদাগর,সাদেক বাচ্চু,রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল অভিনয় করেছেন।সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।