সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বুদ্ধিজীবীরা কুবুদ্ধি দেন

73সিলেট পোষ্ট রিপোর্ট : সুশীল সমাজের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা কুবুদ্ধি দেন। এরা নাকি সুশীল সমাজ! সু মানে সুন্দর আর শীল মানে নাপিত। তাহলে মানে হচ্ছে সুন্দর নাপিত। এরা ভালো কামাতে পারে।’

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সেলিম। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বিএনপি নেতা সালাহ উদ্দিন ইস্যুতে কথা বলতে গিয়ে ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি নেতা সালাহ উদ্দিনকে বিদেশে পাঠিয়ে একটা চাল চালতে চেয়েছিলেন। সালাহ উদ্দিনকে আপনিই (খালেদা জিয়া) বিদেশে পাঠিয়েছিলেন। তাই খালেদাকে জিজ্ঞাসাবাদ করা হোক।’

 

তিনি বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী ও হারিছ চৌধুরীকে কোথায় পাঠিয়েছেন? রেডি হন, আপনার বিচার হবে। আপনাকে বাংলার মানুষ অস্কার পুরস্কার দেবে।’

 

সেলিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনি (খালেদা) ৯২ দিন হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়েছেন। আপনার বিচার বাংলার মাটিতে হবেই। আর চুল ফুলিয়ে বসে থাকবেন? লিপস্টিক মাখবেন? লাভ হবে না। আপনি জঘন্য অপরাধ করেছেন। আপনি মাফ পাবেন না। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। যখন মারে তল পেট পেঁচায়েই মারে। আপনার রক্ষা হবে না, শাস্তি হবে।’

 

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক নয়। বিএনপির রাজনীতি দেশকে ধ্বংস করার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হয় না আর হাসিনা ছাড়া বাংলাদেশ হয় না।’

 

জিয়ার পরিকল্পনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী- এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘জিয়া ছিলেন হিংস্র, তার মধ্যে কোনো রাজনৈতিক আচরণ ছিল না। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল। তিনি একের পর এক ষড়যন্ত্র করতেন। তার ধারাবাহিকতায় তার স্ত্রী খালেদা জিয়াও ষড়যন্ত্র করছেন।’

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা মানবতার প্রতীক, স্বাধীনতার প্রতীক এবং উন্নয়নের প্রতীক। আর খালেদা জিয়া মানুষ মারার প্রতীক। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আর কোন হা-হুতাশ নেই। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।’

 

উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন নিখিলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুর-অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, যুবলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.