সংবাদ শিরোনাম
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  » «   আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই-অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ  » «   কুলাউড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-২  » «   আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি -খন্দকার মুক্তাদির  » «   ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী  » «   গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «  

বুদ্ধিজীবীরা কুবুদ্ধি দেন

73সিলেট পোষ্ট রিপোর্ট : সুশীল সমাজের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা কুবুদ্ধি দেন। এরা নাকি সুশীল সমাজ! সু মানে সুন্দর আর শীল মানে নাপিত। তাহলে মানে হচ্ছে সুন্দর নাপিত। এরা ভালো কামাতে পারে।’

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সেলিম। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বিএনপি নেতা সালাহ উদ্দিন ইস্যুতে কথা বলতে গিয়ে ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি নেতা সালাহ উদ্দিনকে বিদেশে পাঠিয়ে একটা চাল চালতে চেয়েছিলেন। সালাহ উদ্দিনকে আপনিই (খালেদা জিয়া) বিদেশে পাঠিয়েছিলেন। তাই খালেদাকে জিজ্ঞাসাবাদ করা হোক।’

 

তিনি বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী ও হারিছ চৌধুরীকে কোথায় পাঠিয়েছেন? রেডি হন, আপনার বিচার হবে। আপনাকে বাংলার মানুষ অস্কার পুরস্কার দেবে।’

 

সেলিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনি (খালেদা) ৯২ দিন হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়েছেন। আপনার বিচার বাংলার মাটিতে হবেই। আর চুল ফুলিয়ে বসে থাকবেন? লিপস্টিক মাখবেন? লাভ হবে না। আপনি জঘন্য অপরাধ করেছেন। আপনি মাফ পাবেন না। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। যখন মারে তল পেট পেঁচায়েই মারে। আপনার রক্ষা হবে না, শাস্তি হবে।’

 

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক নয়। বিএনপির রাজনীতি দেশকে ধ্বংস করার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হয় না আর হাসিনা ছাড়া বাংলাদেশ হয় না।’

 

জিয়ার পরিকল্পনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী- এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘জিয়া ছিলেন হিংস্র, তার মধ্যে কোনো রাজনৈতিক আচরণ ছিল না। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল। তিনি একের পর এক ষড়যন্ত্র করতেন। তার ধারাবাহিকতায় তার স্ত্রী খালেদা জিয়াও ষড়যন্ত্র করছেন।’

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা মানবতার প্রতীক, স্বাধীনতার প্রতীক এবং উন্নয়নের প্রতীক। আর খালেদা জিয়া মানুষ মারার প্রতীক। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আর কোন হা-হুতাশ নেই। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।’

 

উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন নিখিলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুর-অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, যুবলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.