সিলেটপোষ্টরিপোর্ট:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগান থেকে বিরজু তাঁতী (২৭) নামে এক চা শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিরজু তাঁতী একই ইউনিয়নের সোনাছড়া চা বাগানের চা শ্রমিক কুমার তাঁতীর ছেলে।কালিঘাট ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য সিউধনী কুরমী বলেন, ভোরে বাগানের সাত নম্বর সেকশনে বিরজুর গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা আমাকে জানায়।পরে আমি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
চা বাগান থেকে শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ৪:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »