সিলেটপোষ্টরিপোর্ট:দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার পরিষদ মিলনায়তনে উম্মুক্ত এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মকন মিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমাদ উদ্দিন।উম্মুক্ত এ বাজেট ঘোষনাকালে ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়া বলেন, চলতি বছরের বাজেটে ইউপির নিজস্ব অর্থায়ন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা করে প্রত্যেকের জন্য ভাতা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জনগুরুত্বপুর্ণ বিষয়গুলির গুরুত্ব দিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এর মধ্যে শতভাগ স্যানিটেশন অর্জনে স্বাস্থ্য সম্মত রিং লেট্রিন বিতরন,খাদ্যশষ্য উৎপাদনে গভীর নলকুপ স্থাপন,মানব সম্পদ উন্নয়নে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন,বৃক্ষরোপন,জলাবদ্ধতা দুরীকরন,, পশু চিকিৎসা কল্পে গবাদি পশুর টিকাদান কর্মসুচী ইত্যাদি। অপরদিকে, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপর আরোপিত সকল ধরনের কর ও ফি আজীবনের জন্য মওকুফ করা হয়েছে। বাজেটে তিনি আগামী ৫ বছরের জন্য এলাকার রাস্তাঘাট উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,চিকিৎসা,যোগাযোগ,কৃষিসেচ,মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া আগামী অর্থ বছরের জন্য ৯১ লাখ টাকা আয় এবং সাড়ে ৮৮লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে আড়াই লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে আয়ের খাতের মধ্যে ইউপি’র রাজস্ব আয় থেকে ১৬ লাখ টাকা ও সরকারী প্রাপ্তি থেখে ৭৫ লাখ টাকা ধরা হয়েছে। ব্যয় খাতের মধ্যে সংস্থাপন খাতে ১৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন বাবত ৭২ লাখ টাকা ধরা হয়েছে।হাফিজ ছালেহ আহমদের কোরআন তেলাওতের মাধ্যমে উম্মুক্ত এ বাজেট অধিবেশনে গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সদস্য শরীফ উদ্দিন,মইন উদ্দিন,গীতা রাণী,মকব্বির আহমদ,মালেকা বেগম,উপজেলা সহ কৃষি কর্মকর্তা সজল কান্তি দাস,স্বাস্থ পরিদর্শক প্রবোধ রঞ্জন,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সার্ভেয়ার সাইফ আহমদ,শামীম আহমদ,তৌফিক বিন ইকবাল,হাসনা হেনা,সহ:স্বাস্থ্য পরিদর্শক স্বরুপ চন্দ্র দে প্রমুখ। বাজেট উপস্থাপন করেন, ইউপি সেক্রেটারী মো: আব্দুল করিম।
দক্ষিণ সুরমা মোল্লারগাও ইউনিয়নের বাজেট ঘোষণা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ৪:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »