সিলেটপোস্টরিপোর্ট:খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, নির্যাতিত মানুষের প্রতিবাদ কখনও বৃথা যায় না। মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। খেলাফত মজলিস সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে চায়। অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে সমাজের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি শনিবার খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখা আয়োজিত সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাতের নেতৃত্বে কয়েকজন শ্রমিকের খেলাফত মজলিসে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন। দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুলাহ আল মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জনাব বদরুল আলম মুকিত, মাওলানা আব্দুর রহিম, বিলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শ্রমিক নেতা আবুল হাসনাতের নেতৃত্বে বিপুল সংখ্যক শ্রমিক খেলাফত মজলিসের আদর্শ ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেন।