সিলেট পোষ্ট রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুঠিকর বহর গ্রামে ধান কাটার মজুরী নিয়ে বিরোধ এর জের ধরে প্রতিপক্ষের হামলায় এক দিনমজুর নিহত হয়েছেন। নিহতের নাম আসদ্দর আলী (৫০), তিনি উপজেলার বহর গ্রাম‘র মৃত সোনা মিয়ার পুত্র। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বহর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে সিওমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে স্থানিয় সূত্রে নিশ্চিত হওয় গেছে স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে- উপজেলার বহর গ্রামের দিনমজুর আসদ্দর আলী ও তার পুত্র শ্রমিক হিসেবে একই গ্রামের মৃত মনা মিয়ার পুত্র বাবুল ও জয়নালের বোরো ধান কাটেন। কিন্তু ধানকাটা শেষ হলেও শ্রমিকরা তাদের মজুরী পাননি। শনিবার সন্ধ্যায় আসদ্দরের সাথে জয়নাল ও বাবুলের মজুরীর টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জয়নাল ও বাবুলের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আসদ্দরের উপর হামালা চালান । হামলায় আসদ্দরের বুকে বলমের আঘাত লাগলে সে গুরুতর আহত হয়। এসময় আশপাশের লোকজন এসে আসদ্দরকে সিওমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ রির্পোট লেখা পর্যন্ত আসদ্দরের লাশ সিওমেক হাসপাতালে রয়েছে। গোয়াইনঘাট থানার ওসি এম.এ হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১ : আহত ৩
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ১১:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »