সিলেট পোষ্ট রিপোর্ট : মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেছেন পাষন্ড স্বামী। শনিবার সন্ধ্যায় স্ত্রী ফাতেমা বেগম (২৫) কে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা।শনিবার সন্ধ্যায় ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী মুহিদ মিয়া।স্থানীয়রা জানান- পারিবারিক কলহের জের ধরে দিনের কোনো এক সময় মুহিদ মিয়া তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। সন্ধ্যায় পাশের বাড়ির লোকজন দেখতে পায় বাইরে থেকে দরজা বন্ধ। পরে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে ফাতেমার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানায় খবর দেয়।খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারে স্ত্রীকে গলাটিপে হত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ১১:৩৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »