সিলেট পোষ্ট রিপোর্ট : ছয় বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। খুশির জোয়ারে ভাসছে দেশটির আপামর জনতা। আফ্রিদি-মিসবাহ-আজহাররা খুঁজে পেয়েছেন স্বস্তি। একই অনুভূতি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও। তাই বলে আবেগের বানে ভাসবেন তারা? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নিজেরা তো ভিআইপি গ্যালারিতে উপভোগ করেছেনই, পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্ধারিত দুটি মিডিয়া রুমে নিজের আত্মীয়-স্বজনকে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন পিসিবির কর্তারা।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কাভার করতে গিয়ে এমন বিড়ম্বনার শিকার হয়েছেন পাকিস্তানের সাংবাদিকরা। তাদের অসন্তোষের বিষয়টি নিয়ে দেশটির মিডিয়ার বেশ তোলপাড় চলছে। প্রশ্ন থেকে যায়, সাংবাদিকদের সঙ্গে পিসিবির এ কেমন আচরণ?
উল্লেখ্য, পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দীর্ঘ দিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দর্শকের সমাগম ছিল চোখে পড়ার মতো। গলা ফাটিয়ে আফ্রিদি-হাফিজদের সমর্থন জুগিয়েছেন তারা। ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মে, রোববার।