সিলেটপোস্টরিপোর্ট:বরিশালে উজিরপুর উপজেলার গাববাড়ি গ্রাম থেকে প্রায় ৪৪ কেজি ওজনের একটি শ্বেত কষ্টি পাথরের গরুর মূর্তি ও ৬২ কেজি ওজনের কালো রঙের গোলাকৃতি কষ্টি পাথরসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূল্য তিন কোটি টাকার বেশি হবে বলে র্যাব জানিয়েছে। শনিবার রাতে কষ্টি পাথর ও মূর্তিসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন-ইমতিয়াজ আহমেদ (২৯) ও আলমগীর হোসেন (২৬)।র্যাব সূত্র জানায়, কষ্টি পাথর পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের ইমতিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের খাটের নিচ থেকে এগুলো আটক করা হয়।আটক ইমতিয়াজ উজিরপুর উপজেলার গাববাড়ি গ্রামের আবদুস সত্তারের ছেলে এবং আলমগীর একই উপজেলার সাকরাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে র্যাব জানিয়েছে।
বরিশালে তিন কোটি টাকার কষ্টি পাথরসহ আটক ২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৪, ২০১৫ | ৩:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »