সিলেট পোস্ট রিপোর্ট : কিছুদিন আগেই বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খান। তিনি এসে জানিয়েছিলেন যে, এ বছর ডিসেম্ব^রেই ভারত-পাক সিরিজ অনুষ্ঠিত হবে। কিন্তু আপাতত প্রতিবেশী দুই রাষ্ট্রের ক্রিকেটীয় মহারণের কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। ২০২২-এর ভেতর ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। তার মধ্যে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি২০ খেলার কথা রয়েছে। রাজীব জানাচ্ছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু দু-তিনটি ইস্যু এমন রয়েছে যেটার সমাধান না হওয়া পর্যন্ত কোনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। ফলে আপাতত দুদেশের মধ্যে সিরিজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন দেখার দুটি দেশের মধ্যে আদৌ কবে সিরিজ অনুষ্ঠিত হয়। রাজীবের এই বার্তা কিছুটা হলেও ভারত-পাক ক্রিকেটপ্রেমীদের কাছে দুঃসংবাদ নিয়ে আসবে। যদিও একই সময় টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা করছি শুধু ভারত সকরারের গ্রিন সিগন্যালের।