সিলেটপোস্টরিপোর্ট:১৯৯৮ সালের ২৪ মে স্বাধীনতাবিরোধী চক্রের হাতে নির্মমভাবে নিহত হন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের মেধাবী ছাত্র সৌমিত্র বিশ্বাস। প্রতিবছরের মত এবারও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তার মৃত্যুবার্ষিকী পালন করে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা। সৌমিত্র বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ জনাবা সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট বি এম এ-র মাননীয় সভাপতি জনাব অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের মাননীয় সভাপতি জনাব রাহাত তরফদার, সাধারণ সম্পাদক জনাব এমরুল হাসান, সহ সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আরো বক্তব্য রাখেন আব্দুল হাই হাদি, আলী হোসাইন, জিয়াউল হক জিয়া, ইলিয়াস দিনার, তানভির কবির সুমন, ইমদাদুল হক জায়েদ ও হোসেন মোঃ সাগর। সিওমেক ছাত্রলীগের প্রাক্তন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ডা: আল বিরুণী খান, ডা: কল্লোল দে ও ডা: জয় সাহা। আলোচনা সভার সভাপতিত্ব করেন সৌমিত্র বিশ্বাস স্মৃতি পরিষদের আহবায়ক ও সিওমেক ছাত্রলীগের সহ সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ অসীম। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিওমেক ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল ভুঁইয়া রাহাত। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা আমাদের গৌরব আমদের মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল তারা এখনও সক্রিয় রয়েছে। রাজাকারদের যে মূল এদেশে রয়ে গিয়েছিল তা আজ মহীরুহে পরিনত হয়েছে। এই জন্যই সৌমিত্র মারা গিয়েছিল, সৌমিত্রের মায়ের বুক খালি হয়েছিল। তারা বলেন সময় এখনও শেষ হয়ে যায়নি। যদি না এখনই জামাত শিবিরের মূলোৎপাটন করা হয় তবে ভবিষ্যতে আরও সৌমিত্র মারা যাবে, আরও মায়ের বুক খালি হবে। তারা জামাত শিবিরের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান, গণজাগরণের ডাক দেন। সভাপতি তার বক্তব্যে বলেন, সৌমিত্র বিশ্বাস সিওমেক ছাত্রলীগের চেতনার নাম। সিওমেক ছাত্রলীগ আজ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তার মূল ভিত্তি সৌমিত্র বিশ্বাসের রক্ত। তিনি নিজের প্রাণের বিনিময়ে সিওমেক ছাত্রলীগকে এক করে গিয়েছেন। যতদিন সিওমেক ছাত্রলীগ থাকবে ততদিন সিওমেক ছাত্রলীগের প্রতিটি সদস্য সৌমিত্র বিশ্বাসের নাম শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার চেতনা পাথেয় করে এগিয়ে যাবে। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসায়টি ও সৌমিত্র বিশ্বাসের নামে লেকচার গ্যালারীর উদ্বোধন করেন। দিনের শুরুতে সৌমিত্র বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সৌমিত্র বিশ্বাসের ব্যাচমেট ও জুনিয়ররা তার সম্পর্কে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।
সিওমেকে সৌমিত্র বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৪, ২০১৫ | ১১:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »