সংবাদ শিরোনাম
বড় ভাই জাকারিয়ার ক্যাচির আঘাতে ছোট ভাই রুবেলের আহমেদ মৃত্যু  » «   মধ্যরাতে বালুচর এলাকায় ভয়াবহ আগুন  » «   সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «  

মহৎ কর্মের জন্য মানুষ পৃথিবীতেই পুরষ্কৃত হয়ে থাকে-ব্রিগেডিয়ার (অব.) এ মালিক

p9সিলেটপোস্টরিপোর্ট:আমাদের প্রত্যেকেরই উচিৎ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে সময় নষ্ট না করে জীবনের চলার পথে বর্তমান নিয়ে চিন্তা করা। যেকোন মানুষ বর্তমান অবস্থায় যদি সৎকর্ম, ভাল কাজ করে তাঁর ভবিষ্যৎ নিঃসন্দেহে মঙ্গল হবে। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
ফান্ড রাইজিং কমিটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিক এ কথা বলেন। তিনি আরও বলেন হাফিজ আহমদ মজুমদার সমাজসেবায় যেভাবে নিজেকে ব্রত রেখেছেন তারই ফলশ্র“তিতে আজকে তারঁই এই স্বীকৃতি লাভ করেছেন। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে তিনি এই দায়িত্ব লাভ করেছেন। সুতরাং এখন আরও সুযোগ বেড়েছে, সমাজের কল্যাণে কাজ করার।বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক সংসদ সদস্য, পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, প্রবীণ রাজনীতিবিদ হাফিজ আহমদ মজুমদার সংবর্ধনার জবাবে বলেন, তাঁর ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে তিনি যেনো লোভ লালসার উর্দ্ধে থেকে কাজ করতে পারেন। আবেগ আপ্লুত কন্ঠে তিনি আমৃত্যু পর্যন্ত সততা সচ্ছতা এবং দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেজন্য পরম করুনাময়ের সাহায্য কামনা করেন। তিনি বলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর উন্নয়ন কর্মকান্ডে কার্যনির্বাহী কমিটির সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুস সবুর মিয়া, পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী এবং স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) মো: জুবায়ের সিদ্দিকী।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সিনিয়র সহ-সভাপতি প্রফেসর এম এনায়েত উল্লার সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর স্বাগত বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক ডা. মো: আমিনুর রহমান লস্কর। সভাপতির বক্তব্যের পূর্বে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি হাফিজ আহমদ মজুমদারকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে ক্রেষ্ট প্রধান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পেট্রন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিক। এরপর কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরাম এগেইষ্ট ট্যোবাকোর সাংগঠনিক সম্পাদক ডা. সুহেল রেজা চৌধুরী, প্রবীণ চিকিৎসক ডা. আজিজুর রহমান, ঢাকা হার্ট ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য মাসুদ মালিক, পূবালী ব্যাংকের উপ- মহাব্যবস্থাপক এএম সিরাজুল হক চৌধুরী, ডিজিএম আবু হাবিব খায়রুল কবির, ডিজিএম আহমদ এনায়েত মঞ্জুর, শিক্ষা ট্রাষ্ট সচিব লোকমান উদ্দিন চৌধুরী, সীমান্তিকের যুগ্ম মহাসচিব, সাবেক ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল করিম, এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, ব্যবসায়ী কামাল আহমেদ, দিলাল আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. আলতাফুর রহমান, যুগ্ন সম্পাদক মাহবুব ছোবহানী চৌধুরী, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আফম কামাল, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এসআই আজাদ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য এড. ইকবাল আহমদ চৌধুরী, ফজলুল হোসেন, আলহাজ্জ্ব আব্দুল আহাদ, ইউকে কমিটির ট্রেজারার আবদাল মিয়া, আহমদুল হক চৌধুরী বেলাল, সিনিয়র ফটোসাংবাদিক আতাউর রহমান আতা, সময় টিভির সিলেট প্রতিনিধি ইকরামুল কবির, সীমান্তিক সিলেটের আব্দুস সালাম, সহকারী পরিচালক ডা. রুকনুল আজিজ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.