সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।রবিবার বিকাল ২টা হতে সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত পরিবেশ বিধ্বংসী ১০টি বোমা মেশিন, ২০টি প্লাষ্টিক পাইপ এবং ১৫টি বাঁশের মাচা ধ্বংস করা হয়। এগুলোর মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকন উদ্দিনের নেতৃত্বে অভিযানে ০৩ জন পুলিশ সদস্যও বিজিবি’র ২৯ জন সদস্য অংশ নেন।পরিবেশ রক্ষায় টাস্কফোর্সের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিলেটের কোম্পানীগঞ্জ টাস্কফোর্সের অভিযানে ১০টি বোমা মেশিন ধ্বংস
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৫, ২০১৫ | ১২:০০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »