সিলেটপোস্টরিপোর্ট:আবারো রাজধানী চষে বেড়াবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করতেই তিনি রাজধানী চষে বেড়াবেন ।বিএনপির দফতরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রটি জানায়, ৩০ মে মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকীর দিনে (জিয়াউর রহমানের) সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধাঞ্জলী শেষে মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ শুরু করবেন বেগম খালেদা জিয়া।এভাবে বেগম খালেদা জিয়া ২-৩ দিন রাজধানীর ৫০-৫৫টি স্পটে খাবার বিতরণ করবেন।প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে গত ১৮ এপ্রিল মাসে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমে ভালোভাবেই প্রচারণা শেষ করেন বাসায় ফিরেন তিনি। কিন্তু ১৯ এপ্রিল গাড়ি বহর নিয়ে উত্তরায় গেলে সেখানে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা তার গাড়ি বহর লক্ষ্য করে ধাওয়া করে। যদিও সেদিন সরাসরি কোনো হামলা করেনি। তবে ২০ এপ্রিল কারওয়ান বাজারে সরাসরি তার গাড়ি বহরে হামলা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পরে ক্রমান্বয়ে ফকিরাপুল ও বাংলামোটর মোড়ে অতর্কিত হামলা করে ছাত্রলীগ-যুবলীগ নেতা কর্মীরা। এতে খালেদা জিয়ার ব্যবহৃত গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। হামলায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তারক্ষী সদস্যদের কয়েকজন গুরুতর আহত হয়।
রাজধানী চষে বেড়াবেন খালেদা জিয়া
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৫, ২০১৫ | ১:৪৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »