অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছেন কয়েস লোদী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৫:২৪ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট :অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী। সোমবার সকালে নগরীর ৪নং ওয়ার্ডে বিল্ডিং কোর্ড না মেনে অবৈধভাবে নিমার্ণকতৃ বাসার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন তিনি।জানা গেছে, নগরীর মুজমদারী এলাকায় বিল্ডিং কোড না মেনে অবৈধভাবে বাসার সিমানা পেরিয়ে রাস্তার উপরে বাসার একটি অংশ তৈরি করায় বিষয়টি নজরে পরে এলাকাবাসির। এসময় এলাকাবাসি বিষয়টি স্থানিয় কাউন্সিলর প্যানেল মেয়র ১ রেজাউল হাসান কয়েস লোদীকে অবিহিত করেন। এলাকাবাসির দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মজুমদারি এলাকায় গিয়ে প্যানেল মেয়র অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।এসময় কয়েস লোদী বলেন বলেন, বিল্ডিং এর নকশা ও সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিধিমোতাবেক সকলকে বাসা নির্মাণ করতে হবে। কোন প্রকার অবৈধভাবে স্থাপনা গড়ে তুললে তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিটি কর্পোরেশন।তিনি আরো বলেন, সিলেট একটি ভূমিকম্প ঝুকিঁপূর্ণ এলাকা। তাই এ ব্যাপারে সকলকে সজাগ থেকে বাসা বাড়ি নিমার্ণ করতে হবে। তাহলেই নগরীকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলা সম্ভব হবে। এজন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন বলে জানান তিনি। উচ্ছেদ অভিযানে ৪নং ওয়ার্ডের নাগরিকবৃন্দও উপস্থিত ছিলেন।এর আগে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীও উচ্ছেদ অভিযান করেছিলেন।