সিলেটপোস্টরিপোর্ট:জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ২ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে আজ ২৫ মে সোমবার আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১০ টায় চিত্রাংকন প্রতিযোগতি ও সকাল ১১ টায় নজরুল একাডেমির সামনে নজরুল প্রতিকৃতিতে নজরুল একাডেমি সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং বিকাল ৩ টায় আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি সিলেটের সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিন, সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, কোষাধক্ষ্য আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আহমদ জুলকার নাইন, সামসুল বসিত শেরো, মোঃ ফখরুল ইসলাম, মাহবুব চৌধুরী, ফয়সল ইউসুফ, আজীবন সদস্য স্বপন বর্মণ প্রমুখ।
২ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩ টায় নজরুল একাডেমিতে নজরুল সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।