সংবাদ শিরোনাম
বড় ভাই জাকারিয়ার ক্যাচির আঘাতে ছোট ভাই রুবেলের আহমেদ মৃত্যু  » «   মধ্যরাতে বালুচর এলাকায় ভয়াবহ আগুন  » «   সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «  

খানাখন্দে ভরা কমলগঞ্জের রাস্তাঘাট

26সিলেট পোস্ট রিপোর্টটেলিভিশনের দেখি নেতারা কত সুন্দর করে উন্নয়নের কথা বলে থাকেন। বাস্তবেও বিভিন্ন সমাবেশে নেতৃবৃন্দ উন্নয়নের কথা চমৎকার ভাবে তুলে ধরেন। এই করছি সেই করছি। রাস্তাঘাট করছি সবই করছি। এ সরকার উন্নয়নের সরকার, তাই বার বার দরকার। আমরাও চাই উন্নয়নের সরকার বার বার দরকার। কিন্তু উন্নয়নের নামে সব জায়গায় ভাগ দিয়ে ঠিকাদার ভাইয়েরা কি আর বা কাজ করাবেন। বড় থেকে ছোট মহল পর্যন্ত ভাগ দিয়ে শূন্য কোঠায় এসে রাস্তার কাজ করানো কতটুকু বা লাভ হয় ঠিকাদারদের। তাই কোন রকম কাজ করে রাস্তা পাকা করে আসেন। আর ওই রাস্তা ৮ থেকে বছরের মধ্যে ভেঙ্গে খানাখন্দে ভরে যায়। কথা গুলো কমলগঞ্জের সচেতন মহল এভাবেই মন্তব্য করলেন।

সরজমিন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট খানাখন্দে ভর পুর। কোন কোন স্থানে বিশাল গর্ত দেখা দিয়েছে। ভেঙ্গে যাচ্ছে রাস্তার বিভিন্ন স্থান। এতে করে যানবাহন ও জনসাধারণের চলাচলের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামীণ অবকাঠামো রাস্তা ঘাট সংস্কারের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দিয়েছে। এসব রাস্তাগুলো অতি নিম্নমানের কাজ হওয়ার ফলে সহজেই ভেঙ্গে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে গর্তের কথা বলা হলেও প্রতিকারের কোন গ্রহণ করতে দেখা যায়নি।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, কমলগঞ্জ সদর, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। সব ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট খানাখন্দ দেখা দিয়েছে। তার মধ্যে পতনঊষার ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাট ভেঙ্গে জনসাধারণ ও যানচলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মুন্সীবাজার-রামেশ্বরপুর রাস্তা। আহমদনগর- রাজদিঘীরপার-বৃন্দাবনপুর রাস্তা। এভাবে উপজেলার বিভিন্ন স্থানের রাস্তা রয়েছে। গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের সংস্কারের বিষয় সম্পর্কে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ এ প্রতিনিধিকে জানান, উপজেলার যত গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট খানাখন্দ ও ভাঙন দেখা দিয়েছে সবগুলো রাস্তার প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হওয়ার পর রাস্তাগুলো মেরামত করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.