সিলেটপোস্টরিপোর্ট:গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট এর সভাকক্ষে “শিশু পুষ্টি ও মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩” বিষয়ে গ্র্যাজুয়েট ডাক্তারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুস সবুর মিয়া, পরিচালক, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মুরশেদ আহমেদ চৌধুরী, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, গাইনী, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট এবং বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট এর প্রফেসর ডাঃ মোঃ মনোজ্জির আলী, বিভাগীয় প্রধান, শিশু ও ডাঃ মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট। এছাড়াও অনুষ্ঠানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট ডাক্তারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ব্র্যাকের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ আহাদ আলী, সোশ্যাল কমিউনিকেটর, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর সঞ্চালনায় মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাষ চন্দ্র তরফদার, জেলা ব্র্যাক প্রতিনিধি, সিলেট। স্বাগত বক্তব্যের পর পুষ্টি কর্মসূচি নিয়ে আলোচনা করেন জনাব মোঃ আসাদুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, সিলেট। এরপর “শিশু পুষ্টি ও মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩” শীর্ষক মূল বিষয় উপস্থাপন করেন জনাব মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ। মূল বিষয় উপস্থাপন এর পর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত সুধীবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সুপারিশ প্রদান করেন। পরিশেষে বিশেষ অতিথি বৃন্দ, প্রধান অতিথি ও সভাপতি বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজে শিশু পুষ্টি ও মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩” মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ৬:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »