শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরীয়াল বডির বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আজ এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন কর্মসূচী পালন করলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে ক্যাম্পাসে নবীনবরনের আয়োজন করায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দুই নেতাকে বহিস্কারের সুপারিশ করেছে প্রক্টরীয়াল বডি।
এদিকে নির্দেশ অমান্য করে গতকালও ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের একাংশ।
এ বিষয়ে জানতে চাইলে সহকারি প্রক্টর মো. মিরাজুল ইসলাম জানান, সমাজতান্তিক ছাত্রফ্রন্ট এর আগেও নির্দেশ অমান্য করেছে । তাই এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ছাত্রলীগের বিষয়ে তিনি জানান আগামীকাল আমরা আলোচনায় করে সিদ্ধান্ত নিব।