শাবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ এর অষ্টম কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ফরহাদ আহাম্মদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আতিয়ার রহমান। সোমবার সঞ্চালনের এক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন (পিএমই ৪/২ ), সহ-সভাপতি রিদওয়ানা খান খুশবু (গণিত ৩/২), সহকারী সাধারন সম্পাদক শিব্বির আহমেদ রাফি (বিবিএ ১/২),সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান (ইংরেজী ২/২), সহকারী সাংগঠনিক সম্পাদক আল-মাহমুদ ফয়সাল (গণিত ১/২) এবং জাকিয়া মাহফুজা মৌ ( রাষ্ট্রবিজ্ঞান ১/২), মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ফিরোজ পলি (জিইই ২/২), সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা ওয়াদুদ (গণিত ১/২), কোষাধ্যক্ষ জান্নাতি নাঈম (লোকপ্রসাশন ২/২), সহকারী কোষাধ্যক্ষ কাকন রায় জয় (বিবিএ ১/২), দপ্তর সম্পাদক রেজাউল করিম শুভ (গণিত ২/২), সহকারী দপ্তর সম্পাদক সাবরিনা জাহান নিলয় (গণিত ১/২) এবং হান্না বেগম প্রমা (বিবিএ ১/২), প্রচার সম্পাদক রেজাউল ইসলাম চৌধুরী (বিবিএ ২/২), সহকারী প্রচার সম্পাদক ময়নুল ইসলাম (গণিত ২/২), সেন্টু রঞ্জন দাস (বিবিএ ২/২) এবং দেব জ্যোতি পাল (বিবিএ ১/২), রক্তদান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম (গণিত ২/২), সহকারী রক্তদান বিষয়ক সম্পাদক দীপ্ত পাল উজ্জল (বিবিএ ১/২), ইয়াজদি ইসলাম ওফি (গণিত ১/২), ফাওজিয়া (গণিত ১/২), সাহানারা খাতুন (বাংলা ১/২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল ইসলাম হিমেল (বিবিএ ২/২), সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল আলম সিদ্দিক ( গণিত ১/২), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষ্ণা বিশ্বাস ( রাষ্ট্রবিজ্ঞান ২/২), সহকারী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবিদ (বিবিএ ১/২)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কারিনা আফরোজ (বিবিএ ১/২), মাফরুহা ফারজানা ইমু (গণিত ১/২) এবং রাকিব হাসনাত রিফাত (বিবিএ ১/২)