সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর টিলাগড়ে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদকে (২৫) কুপিয়ে গুরুত্বর আহত করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু সমর্থকরা।আজ বিকেল সাড়ে ৪টার দিকে টিলাগড় হোটেল আজমিরের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।আহত ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ নগরীর উপশহর ‘এ’ ব্লকের ৫ নং রোডের ৪৪১ নং বাসার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের গ্রুপের নেতা বলে জানা গেছে।সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে টিলাগড় হোটেল আজমিরের সামনে জাকারিয়া মহমুদসহ কয়েক ছাত্রলীগ নেতা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেল যোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরুণ মাহমুদ নিপুর নেতৃত্বে ৮/১০জন ছাত্রলীগ নেতা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগ নেতা সালমান ও রেজওয়ান রাম দা দিয়ে জাকারিয়া মাহমুদকে কুপিয়ে আহত করে।পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছে বলে জানিয়েছেন কামরুল। জাকারিয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান কামরুল।তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু বলেন, তিনি জগন্নাথপুরস্থ গ্রামের বাড়ি থেকে সিলেটে ফিরছেন। ঘটনার সময় তিনি টিলাগড়ে ছিলেন না। জুনিয়রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
নগরীর টিলাগড়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ গ্রুপ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ৮:০৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »