সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

নগরীর টিলাগড়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ গ্রুপ

satroসিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর টিলাগড়ে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদকে (২৫) কুপিয়ে গুরুত্বর আহত করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু সমর্থকরা।আজ বিকেল সাড়ে ৪টার দিকে টিলাগড় হোটেল আজমিরের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।আহত ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ নগরীর উপশহর ‘এ’ ব্লকের ৫ নং রোডের ৪৪১ নং বাসার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের গ্রুপের নেতা বলে জানা গেছে।সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে টিলাগড় হোটেল আজমিরের সামনে জাকারিয়া মহমুদসহ কয়েক ছাত্রলীগ নেতা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেল যোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরুণ মাহমুদ নিপুর নেতৃত্বে ৮/১০জন ছাত্রলীগ নেতা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগ নেতা সালমান ও রেজওয়ান রাম দা দিয়ে জাকারিয়া মাহমুদকে কুপিয়ে আহত করে।পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছে বলে জানিয়েছেন কামরুল। জাকারিয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান কামরুল।তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু বলেন, তিনি জগন্নাথপুরস্থ গ্রামের বাড়ি থেকে সিলেটে ফিরছেন। ঘটনার সময় তিনি টিলাগড়ে ছিলেন না। জুনিয়রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.