সিলেট পোস্ট রিপোর্ট : মংলা বন্দরকে কার্যকর করতে খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ করবে সরকার। এর অর্থায়নে সহযোগিতা করবে ভারত। ৬৫ কিলোমিটারের এ রেলপথে ৮ টি স্টেশন থাকবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। চট্টগ্রামের পাশাপাশি মংলা বন্দরকে কার্যকর করতে এবং ট্রান্স এশিয়া রেল পথের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে সরকার।
২০১০ সালে খুলনা থেকে মংলা পর্যন্ত ৬৫ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়। এর ৫ বছর পর ১৭২১ কোটি টাকা থেকে ব্যয় বাড়িয়ে ৩৮০১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি পাশ হয়। ২০০২ সাল থেকে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর ৫১ কিলোমিটার রেলপথটি ডুয়েলগেজে রূপান্তর করা হবে। এটি কার্যকর হলে আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে বাংলাদেশ।
এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘খুলনা থেকে বাগেরহাট হয়ে মংলা পর্যন্ত আমরা একটি ট্রেন লাইন তৈরি করবো। এই ট্রেকে ৮টি রেলওয়ে স্টেশন থাকবে। মংলা পোর্ট ডেভেলপ করলে এই পোর্টের সাথে আমাদের রেলওয়ে লিংক তৈরি করতে হবে। আর এটি তৈরির জন্য আমরা প্রকল্পটি নিয়ে এসেছি। এই প্রকল্পের ব্যয় হচ্ছে ৩৮০১ কোটি টাকা।’এছাড়া, সাভারে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের ট্রেনিং সেন্টার এবং বরিশাল সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে গুড়ো দুধ কারখানা স্থাপনের প্রকল্পের অনুমোদন দেয়া হয় মঙ্গলবারের একনেক সভায়। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলে বসবাসরত ৬৫ হাজার মহিলার জন্য এই প্রকল্প। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেবো।’অনুমোদিত ৯টি প্রকল্পেই ২০১৯ সালের মধ্যে শেষ করা হবে।