সিলেটপোস্টরিপোর্ট:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরের আরএকে মশার কয়েল ফ্যাক্টরির কাছে বাসচাপায় ট্রাক হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন। নিহত ট্রাক হেলপার উল্লাস মিয়া (২২)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালীদাশপুরের মো. রফিকুল ইসলামের ছেলে।এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আজ সকালে ওই স্থানে ট্রাক মেরামত কাজে ব্যস্ত ছিলেন হেলপার উল্লাস মিয়া। এ সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে হেলপারসহ উভয় গাড়ির ১০ জন আহত হন।এর মধ্যে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় হেলপার উল্লাসকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় নিহত ১, আহত ১০
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ৮:৫৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »